![]()
নিউজ_ মোঃ সিয়াম হোসেন (প্রীতম)
কুমিল্লা প্রতিনিধি
রাজধানীসহ সারাদেশে রাজপথে অবস্থান কর্মসূচি পালন করছে আন্দোলনরত আটটি দল। তারা বলছে, ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা মোকাবিলায় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই এখন সময়ের দাবি।
নেতারা অভিযোগ করেন, গণতান্ত্রিক আন্দোলন দমন করার জন্য এক শ্রেণির শক্তি পরিকল্পিতভাবে সন্ত্রাস ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এই পরিস্থিতিতে রাজপথে অবস্থান কর্মসূচির মাধ্যমে তারা জনগণকে ঐক্যবদ্ধ করে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
অংশগ্রহণকারীরা জানান, তাদের লক্ষ্য হচ্ছে—দেশে গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা এবং স্বৈরাচারী প্রবণতার বিরুদ্ধে গণঅভ্যুত্থান গড়ে তোলা।