মোঃ সিয়াম হোসেন (প্রীতম)
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার দেবিদ্বারে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবল ম্যাচ চলাকালে প্রতিপক্ষের হামলায় অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়েছে। সোমবার বিকেলে দেবিদ্বার পৌর এলাকার রেয়াজ উদ্দিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ ও মাঠের বাইরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হলে খেলা টাইব্রেকারে গড়ায়। এ সময় সাইচাপাড়া উচ্চ বিদ্যালয় এগিয়ে গেলে রেয়াজ উদ্দিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের কিছু উত্তেজিত শিক্ষার্থী প্রথমে গোলরক্ষক তানভিরের ওপর হামলা চালায়। খেলা পণ্ড হয়ে গেলে মাঠের বাইরে সাইকেলের চেইন, বেল্ট ও হাতুড়ি দিয়ে পুনরায় হামলা চালানো হয়। এতে সাইচাপাড়ার অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়।
আহতদের মধ্যে রয়েছে—আবদুল মান্নান, সাকিব, রাকিব, রিফাত, সাব্বির, সাজ্জাত, মাহিম ও নাইমূর। তাদের দেবিদ্বারে প্রাথমিক চিকিৎসা শেষে নিরাপত্তার কারণে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সাইচাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুক আহমেদ অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে খেলাটি পণ্ড করা হয়েছে। প্রতিবছরই রেয়াজ উদ্দিন বিদ্যালয়ের মাঠে এ ধরনের ঘটনা ঘটে। তিনি চিকিৎসা শেষে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানান।
রেয়াজ উদ্দিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ক্রীড়া প্রতিযোগিতার আহ্বায়ক মো. কামরুজ্জামান বলেন, ঘটনার সময় তিনি মাঠে ছিলেন না। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস বিষয়টি দেখছে।
দেবিদ্বার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেওয়ান মো. জাহাঙ্গীর আলম বলেন, আহতদের চিকিৎসা চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।