কুমিল্লায় যানজট নিরসনে জেলা প্রশাসককে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
স্টাফ রিপোর্টারঃ মোঃ সিয়াম হোসেন (প্রীতম) |
কুমিল্লা শহরের চলমান ভয়াবহ যানজট নিরসনে জেলা প্রশাসককে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন ক্ষুব্ধ নগরবাসী। দীর্ঘদিন ধরে শহরের প্রধান সড়কগুলোতে যানবাহন চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে রাজগঞ্জ, কান্দিরপাড়, রানীরগেট, টমছমব্রিজ, চকবাজার ও শাসনগাছা এলাকাজুড়ে সকাল থেকে রাত অবধি লেগে থাকে তীব্র যানজট। এতে অফিসগামী কর্মজীবী, শিক্ষার্থী ও রোগীরা মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন।
নগরবাসীর অভিযোগ, অবৈধ পার্কিং, ফুটপাত দখল, রাস্তার পাশে হকার বসা এবং ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বলতার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিভিন্ন সময়ে প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হলেও তা স্থায়ী সমাধানে রূপ নেয়নি।
ভুক্তভোগীরা জানিয়েছেন, শহরের যানজট এখন শুধু অসুবিধা নয়—এটি নগরবাসীর জীবনযাত্রার মানে বড় ধরনের প্রভাব ফেলছে। অনেক সময় জরুরি রোগীকে হাসপাতাল পৌঁছাতে দেরি হচ্ছে, শিক্ষার্থীরা সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারছে না, এমনকি ব্যবসায়ী মহলও ক্ষতির মুখে পড়ছে।
স্থানীয় নাগরিক সমাজের নেতারা বলেছেন, ৭২ ঘণ্টার মধ্যে যদি জেলা প্রশাসন কার্যকর উদ্যোগ না নেয়, তাহলে তারা কঠোর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন। তারা নগরীর অবৈধ দখল উচ্ছেদ, ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন ও বিকল্প সড়ক ব্যবহারের ওপর জোর দেন।
এ বিষয়ে জেলা প্রশাসনের একজন কর্মকর্তা বলেন, “নগরীর যানজট সমস্যা আমরা গুরুত্ব সহকারে দেখছি। দ্রুত সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে।”
কুমিল্লা শহরের নাগরিকরা এখন জেলা প্রশাসনের কার্যকর পদক্ষেপের অপেক্ষায়। তাদের প্রত্যাশা—এই ৭২ ঘণ্টার মধ্যেই যেন শহরবাসী কিছুটা হলেও স্বস্তি পায় এবং যানজটমুক্ত কুমিল্লা দেখতে পায়।