
মোঃ রফিকুল ইসলাম (কুড়িগ্রাম)
বিশেষ প্রতিনিধি, আমার সকাল ২৪
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ইয়াসিন আলী সরকার ব্যাপক নির্বাচন প্রচারণা চালিয়ে যাচ্ছেন। কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী উপজেলা নিয়ে গঠিত এ আসনে প্রতিদিনই বিভিন্ন এলাকা, গ্রাম ও ওয়ার্ডে গণসংযোগ করছেন তিনি।
ভোটারদের সমর্থন আদায়ের লক্ষ্যে তিনি বাড়ি বাড়ি গিয়ে কুশল বিনিময় করছেন এবং জানাচ্ছেন তার প্রতিশ্রুতি ও উন্নয়ন পরিকল্পনার কথা। পাশাপাশি স্থানীয়ভাবে আয়োজিত মতবিনিময় সভা, পথসভা ও গণসংযোগ কর্মসূচিতেও অংশ নিচ্ছেন তিনি। এতে তিনি ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানা গেছে।
এডভোকেট ইয়াসিন আলী সরকার বলেন,
“আমি এমপি নির্বাচিত হলে দুর্নীতি, স্বজনপ্রীতি, হয়রানি ও চাঁদাবাজি বন্ধ করে জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তুলব। বেকার যুবকদের জন্য অর্থনৈতিক জোন চালু, বন্যা নিয়ন্ত্রণ ও নদীভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা, চরাঞ্চলের শিক্ষা ও যোগাযোগ উন্নয়নসহ কৃষি বিশ্ববিদ্যালয় আধুনিকায়ন করব। কুড়িগ্রাম সদরে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ প্রতিষ্ঠা এবং কুড়িগ্রাম এক্সপ্রেসের পাশাপাশি আরও একটি আন্তঃনগর ট্রেন সার্ভিস চালুর উদ্যোগ নেব।”
তিনি আরও বলেন, কুড়িগ্রামকে মাদকমুক্ত করা, সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি রক্ষা এবং সব ধর্মীয় উপাসনালয়ের উন্নয়ন নিশ্চিত করে কুড়িগ্রামকে আধুনিক ও সমৃদ্ধ জেলায় রূপান্তর করা হবে।
অ্যাডভোকেট মোঃ ইয়াসিন আলী সরকার ১৯৬৯ সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি কুড়িগ্রাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। শিক্ষা জীবন শেষে ১৯৮৭ সাল পর্যন্ত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কর্মরত ছিলেন। এরপর তিনি আইন পেশায় যুক্ত হয়ে সুনামের সঙ্গে আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।