
মোঃ এরশাদুল হক, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, “আগামী নির্বাচনে জুলাই বিপ্লবের পক্ষের ও ফ্যাসিবাদবিরোধী শক্তির বিজয় নিশ্চিত হবে, ইনশাআল্লাহ। এবার মানুষ টাকা নিয়ে নয়, ন্যায়ের পক্ষে ভোট দেবে এবং নিজেদের ভোট নিজেরাই পাহারা দেবে।”
১২ নভেম্বর (বুধবার) কুড়িগ্রাম জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত বিশেষ দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী এর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন এর সঞ্চালনায় সমাবেশটি অনুষ্ঠিত হয় জেলা জামায়াতের কার্যালয় আল-ফালাহ মিলনায়তনে।
প্রধান অতিথি আরও বলেন, “ইসলামী আন্দোলনের পথে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে বিজয় অর্জন ও নানা চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ এখন ইসলামী আন্দোলনের জন্য উর্বর ক্ষেত্র। সব শ্রেণি-পেশার মানুষ ন্যায়, ইনসাফভিত্তিক সমাজ ও বৈষম্যমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠায় এগিয়ে আসছে।”
তিনি বলেন, “দীর্ঘ জুলুম-নির্যাতনের পর বাংলাদেশ জামায়াতে ইসলামী আজ জনগণের আস্থা ও ভালোবাসার প্রতীক হয়ে উঠেছে। জনগণের সমর্থন দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে।”
তিনি জুলাই জাতীয় সনদের আইনি বৈধতা প্রদানে অবিলম্বে সংবিধানিক আদেশ জারি এবং জাতীয় নির্বাচনের আগে গণভোটের তারিখ ঘোষণার দাবি পুনর্ব্যক্ত করেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল,
কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক আজিজুর রহমান,
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক সিফাত উল আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন—
কুড়িগ্রাম-৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী,
কুড়িগ্রাম-১ আসনের প্রার্থী অধ্যাপক আনোয়ারুল ইসলাম,
কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী এডভোকেট ইয়াসিন আলী সরকার,
ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলার সভাপতি মোশাররফ হোসেন,
জেলা ও উপজেলা পর্যায়ের দায়িত্বশীল নেতা-কর্মীবৃন্দ (পুরুষ ও মহিলা)।