
মোঃ সোলায়মান গনি
স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার কামাত আঙ্গারিয়ার ভাসানীপাড়া এলাকায় প্রায় ৯ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে পুলিশ ও বন বিভাগ। হঠাৎ গাছের ডালে ঝুলে থাকা বিশাল অজগর দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে মাঠে কাজ করা কৃষকদের চোখে প্রথম সাপটি ধরা পড়ে। তারা দেখতে পান—একটি বড় গাছের ডালে মোটা, লম্বা অজগর স্থির হয়ে ঝুলছে। মুহূর্তেই খবরটি চারপাশে ছড়িয়ে পড়লে উৎসুক জনতার ভিড় বাড়তে থাকে।
পরে স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ভূরুঙ্গামারী সার্কেল এএসপি মুনতাসির মামুন মুন। তার নেতৃত্বে পুলিশ, বন বিভাগ ও সমাজসেবা বিভাগের সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করেন। বলদিয়া বাজারের সুপরিচিত সাপুড়ে মোজাহারও উদ্ধার কাজে যুক্ত হন।
উৎসুক মানুষের চাপ বাড়তে থাকায় পুলিশ অজগরটির চারপাশে সুরক্ষাবলয় তৈরি করে, যাতে সাপটির কোনো ক্ষতি না হয়। পরে সতর্কতার সঙ্গে অজগরটিকে উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
ভূরুঙ্গামারীর সার্কেল এএসপি মুনতাসির মামুন বলেন,
“কয়েকদিন আগে ভারতের কালজানী নদী হয়ে কাঠসহ বিভিন্ন বস্তু ভেসে এসেছে। ধারণা করা হচ্ছে, সেই ভাসমান গাছের সঙ্গেই অজগরটি বাংলাদেশে প্রবেশ করেছে।”
কুড়িগ্রাম বন বিভাগ জানায়, অজগরটির শারীরিক অবস্থা ভালো রয়েছে এবং কোনো আঘাত পাওয়া যায়নি। প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে সেটিকে নিরাপদ বনের পরিবেশে অবমুক্ত করা হবে।