![]()
কুড়িগ্রাম (বিশেষ প্রতিনিধি):
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে রংপুরে মহাসমাবেশ সফল করার লক্ষ্যে জামায়াতসহ ৮ দল কুড়িগ্রামে ৮ সদস্য বিশিষ্ট লিয়াজোঁ কমিটি গঠন করেছে। রংপুর মহাসমাবেশ আগামী ৩ ডিসেম্বর বেলা ২টায় ঐতিহাসিক কালেক্টরেট ময়দানে অনুষ্ঠিত হবে। এতে ৮ দলের শীর্ষ ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
বুধবার (২৬ নভেম্বর) বিকেলে কুড়িগ্রাম জেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত যৌথসভায় কমিটি গঠন করা হয়। কমিটির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন। এছাড়া অন্যান্য দলের সেক্রেটারিবৃন্দ কমিটির সদস্য হয়েছেন।
সভায় নেতৃবৃন্দ জানান, ৮ দল জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং ৫ দফা দাবি পূরণের জন্য যুগপৎ কর্মসূচি চালিয়ে যাচ্ছে। তারা রংপুর মহাসমাবেশে সর্বস্তরের জনসাধারণকে নিয়ে যাওয়ার জন্য নিজ নিজ দলের দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।