কুড়িগ্রামে হানাদার মুক্ত দিবস উদযাপন
মোঃ সোলায়মান গনি স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম
মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবহ দিন ৬ ডিসেম্বর—কুড়িগ্রাম হানাদার মুক্ত দিবস যথাযোগ্য মর্যাদায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। পুরো জেলা জুড়ে ছিল শোভাযাত্রা, পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনার প্রাণবন্ত উৎসবমুখরতা।
শনিবার সকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে জাতীয় পতাকা উত্তোলন ও শহীদদের স্মরণে নীরবতার মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। এরপর বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতার বিজয় স্তম্ভে গিয়ে শেষ হয়। সেখানে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন—
অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আব্দুস সালাম, বীর প্রতীক আব্দুল হাই সরকার, জেলা কমান্ডার মোহাম্মদ নুরুজ্জামান, উপজেলা কমান্ডার আব্দুল বাতেনসহ আরও অনেকে। বক্তারা বলেন, এ দিনটি শুধু উদযাপন নয়—নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানিয়ে দেশপ্রেম জাগানোর এক গুরুত্বপূর্ণ সুযোগ।
দিনব্যাপী আয়োজনে ছিল দেশাত্মবোধক গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশনা। শিক্ষার্থীদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধের চেতনা ও বীর শহীদদের ত্যাগের গল্প নতুনভাবে উঠে আসে মঞ্চে।
উল্লেখ্য, ১৯৭১ সালের ৬ ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের তীব্র আক্রমণে পাক হানাদার বাহিনী কুড়িগ্রাম ছাড়তে বাধ্য হয়। হানাদারমুক্ত হওয়ার খবর ছড়িয়ে পড়লে মানুষ আনন্দে রাস্তায় নেমে আসে—সেই বিজয়ের গৌরব আজও একইভাবে হৃদয়ে বয়ে বেড়ায় কুড়িগ্রামবাসী।
প্রতি বছরের মতো এবারও গৌরবময় অতীত স্মরণে এবং মুক্তিযুদ্ধের মূল্যবোধ সমুন্নত রাখতে নানা আয়োজনে দিবসটি পালন করেন জেলার মানুষেরা।
