
মোঃ সোলায়মান গনি
স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম
“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ কুড়িগ্রামে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
দিনটির কর্মসূচির অংশ হিসেবে দুপুরে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় নারীর ক্ষমতায়ন, অধিকার, নিরাপত্তা ও সমাজে নারীদের অদম্য অগ্রযাত্রা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সোহেলী পারভীনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক জাকির হোসেন, ডেপুটি সিভিল সার্জন আ.ন.ম গোলাম মোহাইমেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, জেলা জামায়াতের সেক্রেটারি নিজাম উদ্দীনসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, বেসরকারি সংস্থার প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে জেলা ও উপজেলা পর্যায়ে বিশেষ অবদান ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ ১০ জন অদম্য নারীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। তাদের প্রত্যেকের জীবনী ও সংগ্রামের গল্প উপস্থিত অতিথিদের অনুপ্রাণিত করে।
নারীর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধ, প্রযুক্তিতে নিরাপদ অংশগ্রহণ এবং সমতাভিত্তিক সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগ অব্যাহত রাখার আহ্বানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।