
মোঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎসাহিত করতে বিনামূল্যে বোরো মৌসুমের বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াছমিনের সভাপতিত্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলার ৫০০ জন কৃষকের হাতে ৫ কেজি করে বোরো ধানের উফশী জাতের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। পাশাপাশি আরও ১,২০০ জন কৃষকের মাঝে ২ কেজি করে হাইব্রিড বোরো ধানের বীজ প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ দিলারা আকতার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার রাফিকা আক্তার, কৃষি সম্প্রসারণ অফিসার শিশির কুমার ঈশোর, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শাহনাজ লাইজু চৌধুরীসহ বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা।
কর্মকর্তারা জানান, সরকারের এই প্রণোদনা কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে, উন্নত মানের বীজ ব্যবহারে উৎসাহিত করতে এবং বোরো মৌসুমে বেশি ফলন নিশ্চিত করতে সহায়ক হবে। তারা আশা প্রকাশ করেন, ধারাবাহিক সহায়তা ভবিষ্যতে আরও উন্নত কৃষি উৎপাদনে অবদান রাখবে।