কুড়িগ্রামে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার: প্রাইভেট কার জব্দ, গ্রেফতার ২ মাদক কারবারি
মোঃ সোলায়মান গনি
স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম
কুড়িগ্রামে পুলিশের মাদকবিরোধী অভিযানে এক হাজার পিস ইয়াবাসহ একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। এসময় নাটোর জেলার দুই মাদক কারবারিকে আটক করে নাগেশ্বরী থানা পুলিশ।
আটককৃতরা হলেন—
-
মোং রফিকুল ইসলাম (৪৮), কামারহাটী, লালপুর, নাটোর
-
মোঃ সুরুজ আলী (৩১), মিস্ত্রীপাড়া, বাগাতিপাড়া, নাটোর
মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) দুপুর ২টার দিকে নাগেশ্বরী পৌরসভাধীন নাগেশ্বরী-ফুলবাড়ী রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন থানার একটি চৌকস টিম।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম, পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম–এর নির্দেশনায় জেলাকে মাদকমুক্ত করতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ইয়াবা উদ্ধারের পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে এমন অভিযান অব্যাহত থাকবে।”
