
মোঃ সোলায়মান গনি
স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম
কুড়িগ্রাম: কুড়িগ্রাম জেলার নবনিযুক্ত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম দায়িত্ব গ্রহণ করেছেন গত ২৯ নভেম্বর ২০২৫, শনিবার। দায়িত্ব গ্রহণ উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।
এর ধারাবাহিকতায় ৩০ নভেম্বর রবিবার সকাল ১১টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ সুপার নবাগত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি কুড়িগ্রামের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, মাদক ও জুয়সহ সকল ধরনের অপরাধ দমনে পুলিশ–সাংবাদিক পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “জেলার নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে পুলিশ ও সাংবাদিক সমাজ পরস্পরের পরিপূরক। আপনাদের সহযোগিতা ছাড়া এই লক্ষ্য অর্জন কঠিন।”
এসময় কুড়িগ্রামের সামাজিক নিরাপত্তা, অপরাধ দমন, সংবাদ পরিবেশনের নৈতিকতা ও সমন্বয়সহ বিভিন্ন বিষয়ে উন্মুক্ত আলোচনা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন—
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এস.এম মুক্তারুজ্জামান,
উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল আলম, পিপিএম,
ডিআইও-১ মোঃ আলমগীর হোসেন,
ওসি ডিবি মোঃ বজলার রহমান,
টিআই প্রশাসন মোঃ মঞ্জুর হোসেন,
সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।