![]()
মোঃ সোলায়মান গনি
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, কুড়িগ্রাম
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ধনী গাগলা এলাকায় জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে তিন জন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছে। রোববার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ১৬ শতক জমি নিয়ে আলতাফ হোসেন ও এরশাদ আলী পক্ষের মধ্যে বিরোধ চলছিল বহুদিন ধরে। সকালে কথা কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
নিহতরা হলেন—
এরশাদ আলী (৪২), পিতা মানিক মুন্সি
কুলছুম বেগম (৫৫), মানিক মুন্সির বোন
কাওছার মিয়া, পিতা বাচ্চা মিয়া
এর মধ্যে দুইজন ঘটনাস্থলেই এবং একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
সংঘর্ষে আহত অন্তত ১০ জনকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে নূর মোহাম্মদ ও তার বড় ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ থেকেই এ সংঘর্ষের সূত্রপাত। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।