
মোঃ সোলায়মান গনি
স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম | আমার সকাল ২৪
কুড়িগ্রামের সীমান্তবর্তী উপজেলা ফুলবাড়ীতে বিরল প্রজাতির একটি শকুন উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পশ্চিম ধনিরাম সরকারপাড়া এলাকার একটি বাঁশঝাড় থেকে দুর্বল ও অসুস্থ অবস্থায় শকুনটি উদ্ধার করেন স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়লে আশপাশের গ্রাম থেকে নারী-পুরুষ, শিশুসহ শত শত মানুষ শকুনটি এক নজর দেখতে ভিড় জমায়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এ অঞ্চলে শকুন দেখা যায় না। পাখিটি অত্যন্ত দুর্বল ও উড়তে অক্ষম ছিল। ধারণা করা হচ্ছে, খাদ্য সংকট বা অসুস্থতার কারণে শকুনটি লোকালয়ে চলে এসেছে।
স্থানীয় যুবক নাজমুল হোসেন বলেন, “জীবনে এই প্রথম শকুন দেখলাম। দেখে মনে হচ্ছে খুবই অসুস্থ। দ্রুত চিকিৎসা প্রয়োজন।”
আরেক বাসিন্দা সিরাজুল ইসলাম বলেন, “অনেক বছর ধরে এই এলাকায় শকুন দেখা যায় না। তাই সবাই খুব কৌতূহল নিয়ে দেখতে আসছে।”
ফুলবাড়ী উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও আনোয়ার হোসাইন জানান, শকুনটি অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। বন বিভাগ ও প্রাণিসম্পদ বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দ্রুত চিকিৎসার ব্যবস্থা নেয়া হবে এবং প্রয়োজন হলে বিশেষায়িত কেন্দ্রে পাঠানো হবে।
প্রাণিবিদরা বলছেন, বিষক্রিয়া, খাদ্য সংকট ও আবাসস্থল ধ্বংসের ফলে দেশে শকুন এখন অতি বিরল। তাই এ ধরনের উদ্ধার অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বর্তমানে শকুনটি স্থানীয়দের তত্ত্বাবধানে নিরাপদ স্থানে রাখা হয়েছে। এলাকাবাসীর প্রত্যাশা—সঠিক চিকিৎসায় সুস্থ হয়ে আবারও প্রকৃতিতে ফিরে যাবে এই বিরল পাখিটি।