প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৮, ২০২৫, ৯:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৮, ২০২৫, ৩:২৬ অপরাহ্ণ
কুড়িগ্রামের নারী ক্ষমতায়ন কর্মশালা অনুষ্ঠিত

কুড়িগ্রামের নারী ক্ষমতায়ন কর্মশালা অনুষ্ঠিত
মোঃ এরশাদুল হক, নাগেশ্বরী প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “নারীর ক্ষমতায়ন ও পরিবার উন্নয়ন” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ছওয়াব ফাউন্ডেশন নাগেশ্বরী শাখার আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছওয়াব ফাউন্ডেশন বাংলাদেশের জেনারেল ম্যানেজার মোঃ আবুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে ফুলবাড়ী শাখা ব্যবস্থাপক মোঃ মাহাফুজার রহমান অংশ নেন এবং অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন নাগেশ্বরী শাখা ব্যবস্থাপক মোঃ সাব্বির হোসেন।
প্রধান অতিথি বলেন, “দারিদ্র্য বিমোচন ও সুদমুক্ত সমাজ গঠনে ইসলামী মাইক্রো ফাইন্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ছওয়াব ফাউন্ডেশন দেশের বিভিন্ন অঞ্চলে এ লক্ষ্যেই কাজ করছে।” তিনি আরও বলেন, “নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করার মাধ্যমে পরিবার ও সমাজ উন্নয়ন ত্বরান্বিত হয়।”
অনুষ্ঠানে বক্তারা জানান, ইসলামী মূল্যবোধভিত্তিক মডেলে নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হচ্ছে।
কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নারী উদ্যোক্তা, প্রশিক্ষণার্থী এবং স্থানীয় ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন
© All rights reserved 2025 Amar Sokal