ফরহাদ হোসেন রাজ (কিশোরগঞ্জ প্রতিনিধি)
দীর্ঘ ৯ বছর পর আগামীকাল শনিবার (২০ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনকে ঘিরে পুরো জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এ সম্মেলনে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন।
সাধারণ সম্পাদক পদপ্রার্থী ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল নির্বাচনের আগের দিনও ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন। এর অংশ হিসেবে তিনি আজ শহরের ৩২ উৎসব কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির সহদপ্তর সম্পাদক ফয়জুল করিম মবিনের সাথে সাক্ষাৎ করেন এবং তৃণমূল বিএনপির উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
ভিপি সোহেল জানান, তিনি দীর্ঘ ৪০ বছর ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত এবং বিভিন্ন মামলায় কারাভোগ করেছেন। তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হলে তৃণমূল নেতা-কর্মীদের পাশে থেকে সংগঠনকে আরো শক্তিশালী ও আধুনিকভাবে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন।