
নীলফামারী কিশোরগঞ্জ বিশেষ প্রতিনিধি — মোঃ মনিরুজ্জামান
নীলফামারী-০৪ (সৈয়দপুর–কিশোরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের নাম ঘোষণা করা হলেও বঞ্চিত প্রার্থী রিয়াদ আরফান সরকার রানাকে মনোনয়ন দেওয়ার দাবিতে র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় কিশোরগঞ্জ উপজেলা পানি উন্নয়ন বোর্ডের সামনে শতাধিক নেতাকর্মী এই কর্মসূচি পালন করেন। রিয়াদ আরফান সরকার রানা—সাবেক সংসদ সদস্য ও প্রাক্তন পৌর মেয়র মরহুম অধ্যক্ষ আমজাদ হোসেন সরকারের ছেলে এবং সদ্য সাবেক সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান।
সমর্থকরা পানি উন্নয়ন বোর্ড চত্বর থেকে র্যালি বের করেন এবং শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মানববন্ধনে অংশ নেন। প্রায় এক ঘণ্টার এই কর্মসূচিতে যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে। সমর্থকরা হাতে প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে “বিতর্কিত প্রার্থী বাতিল” ও “সঠিক ব্যক্তিকে মনোনয়ন” দেওয়ার দাবি জানান।
রিয়াদ আরফান সরকার রানা বলেন, “আমাকে নীলফামারী-০৪ আসনে মনোনয়ন দিলে বিএনপির বিজয় নিশ্চিত। না হলে এ আসন হারানোর সম্ভাবনা শতভাগ।”
তিনি আরও জানান, তার প্রয়াত বাবা আমজাদ হোসেন সরকার দীর্ঘদিন এই আসনে বিএনপির মনোনীত এমপি ছিলেন।
দলীয় সিদ্ধান্ত অমান্য করে সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় রানা একসময় বিএনপি থেকে বহিষ্কৃত হলেও পরবর্তীতে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।