ফরহাদ হোসেন রাজ, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বগাদিয়া এলাকার রাস্তার বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। রাস্তার ভাঙাচোরা অংশে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত ও খানাখন্দ, যা দিয়ে চলাচল করা এখন মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
এ বিষয়ে এলাকার বিশিষ্ট সমাজসেবক ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা মিয়া জানান, “আমার বাড়ির সামনে থেকে প্রায় আধা কিলোমিটার রাস্তা সম্পূর্ণ ভেঙে গেছে। পৌরসভায় বারবার অভিযোগ করেও কোনো সমাধান পাইনি।”
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কার না হওয়ায় বৃষ্টির পানি জমে চলাচলে ভোগান্তি আরও বেড়েছে। পথচারী, স্কুলগামী শিক্ষার্থী ও রোগীদের জন্য এটি বড় দুর্ভোগে পরিণত হয়েছে।
এলাকার সচেতন নাগরিকদের একটাই দাবি— অতি দ্রুত এই রাস্তা সংস্কার করে স্বাভাবিক চলাচল নিশ্চিত করা হোক।