
রাব্বি রহমান, নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ট্রাক্টর মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বিকেলে উপজেলার বাহাগিলী ইউনিয়নের নেতরার বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিমা আঞ্জুম সোহানিয়া আদালত বসিয়ে ট্রাক্টর মালিক মোরশেদ, পিতা লুৎফর রহমানের বিরুদ্ধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী জরিমানা আরোপ করেন। একই সঙ্গে ভবিষ্যতে পুনরায় অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত না হওয়ার মুচলেকা নেওয়া হয়।
ইউএনও তানজিমা আঞ্জুম সোহানিয়া বলেন, “নদী থেকে অবৈধ বালু উত্তোলন পরিবেশ ও জনস্বার্থের জন্য মারাত্মক ক্ষতিকর। প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত নজরদারি ও অভিযান জোরদারের দাবি জানিয়েছেন।