
নীলফামারী কিশোরগঞ্জ উপজেলা বিশেষ প্রতিনিধি: মোঃ মনিরুজ্জামান
“সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রণচন্ডী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুকুল হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আবু হাসান শেখ।
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা”—এমন প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তনিমা জামান তন্বী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কিশোরগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ লুৎফর রহমান।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য গোলাম আজম প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, এনজিও প্রতিনিধি, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
এর আগে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুন-বেলুন উড়ানো এবং উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, রংপুরের সহযোগিতায় দিবসটি উদযাপন করা হয়।