
মো: রবিউল ইসলাম
স্টাফ রিপোর্টার
বগুড়ার কাহালু উপজেলায় সারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে দিশেহারা সাধারণ কৃষক। সরকারি নির্ধারিত মূল্য ১,৩৫০ টাকার সার বাজারে বিক্রি হচ্ছে ১,৯০০ থেকে ২,২০০ টাকায়। অতিরিক্ত দাম নেওয়ার পরও প্রশাসন, কৃষি অফিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর নজরদারির কোনো উদ্যোগ চোখে পড়ছে না বলে অভিযোগ সাধারণ কৃষকদের।
কৃষকদের দাবি বিসিআইসি সার ডিলারদের ইচ্ছামতো উচ্চ দামে সার বিক্রি করার সুযোগ পেয়ে পুরো কৃষি খাতই ধ্বংসের মুখে পড়েছে। এদিকে, আলুর দর বাজারে মাত্র ৯ টাকা কেজি হলেও হিমাগারের ভাড়া বাদ দিলে কৃষকরা বিপুল লোকসানের মুখে পড়ছেন। অথচ আলুর বীজ কিনতে হচ্ছে কেজি প্রতি ৫২ টাকা।
সার ও বীজ সবকিছুতেই অতিরিক্ত খরচ হওয়ায় কৃষকরা বলছেন,লাভ তো দূরের কথা, শুধু সারের দামই আমাদের শেষ করে দিচ্ছে।তাদের মতে, এবার আলু চাষ করলে ১০০ শতাংশ লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে।
কৃষকদের দাবি সারের দাম নিয়ন্ত্রণে সরকারি তদারকি জোরদার করা না হলে কাহালুসহ দেশের কৃষি উৎপাদন মারাত্মক হুমকির মুখে পড়বে।