
দিনাজপুরের কাহারোলে শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি ও ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের দাবিতে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বিকাল ৩টায় কাহারোল উপজেলা জামায়াত কার্যালয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কাহারোল উপজেলা শাখার সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মতিউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। অথচ দীর্ঘদিন ধরে তারা ন্যায্য মজুরি ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত। শ্রমিকদের সম্মান ও অধিকার নিশ্চিত করতে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের বিকল্প নেই। তিনি শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে অন্যায়, শোষণ ও দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলার কর্মপরিষদ সদস্য ও তারবিয়াত সেক্রেটারি মাওলানা মো. রবিউল ইসলাম বলেন, শ্রমিকদের ঘাম ও শ্রমের ওপরই দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে। অথচ তারা আজ ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত। ইসলাম শ্রমিকের মর্যাদা সর্বোচ্চ স্থানে প্রতিষ্ঠা করেছে।
আরও বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনাজপুর জেলা সভাপতি ও জামায়াত মনোনীত কাহারোল উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা জাকিরুল ইসলাম এবং কাহারোল উপজেলা জামায়াতের আমির জননেতা তরিকুল ইসলাম।
সমাবেশে বিভিন্ন ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাহারোল উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মো. আমিনুল ইসলাম।
সমাবেশ শেষে দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।