কাশিমনগর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
হবিগঞ্জ জেলা (মাধবপুর) প্রতিনিধি: ফোরকান উদ্দিন রোমান
আজ ১৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ৩নং বহরা ইউনিয়নে অবস্থিত সিপাহসালাহ শাহ সৈয়দ নাছির উদ্দিন (র.) একাডেমি ও কাশিমনগর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুল জলিল, জনাব ফারুক আহাম্মেদ, জনাব শফিকুল ইসলাম মিটু, জনাব ফয়সাল আহাম্মেদ, জনাব শাজাহান মেম্বার, জনাব মীর বাদল, জনাব নিয়াজ মুরশেদ তুহিনসহ আরও অনেকে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব হুমায়ুন কবির বলেন, “আমাদের এই বিদ্যালয়ের শিক্ষার মান আরও এগিয়ে নিতে সকলের সহযোগিতা প্রয়োজন। আমরা প্রতি মাসে অভিভাবক সমাবেশের আয়োজন করি এবং মাসিক মূল্যায়ন পরীক্ষা গ্রহণ করি। এছাড়া, যারা টাকার অভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারছেন না, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে, বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের পড়াশোনার দায়িত্ব নেবে।”
এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং মতামত দিয়েছেন যে, এসব ব্যবস্থার ফলে শিক্ষার মান বৃদ্ধি পাবে এবং শিক্ষার্থীরা পড়াশোনার প্রতি আরও মনোযোগী হবে।
অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।