ফোরকান উদ্দিন রোমান
হবিগঞ্জ জেলা প্রতিনিধি
মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, আত্মহত্যাসহ নানা ধরনের সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠকের আয়োজন করা হয় কাশিমনগর পুলিশ ফাঁড়িতে।
বৃহস্পতিবার ১৭ এপ্রিল বিকেলে আয়োজিত এই বৈঠকে স্থানীয় সচেতন নাগরিক, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক ও যুবসমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এএসপি সালিমুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) গোলাম মোস্তফা এবং এসআই মিজানুর রহমান।
বক্তারা বলেন, সামাজিক অপরাধ রোধে পুলিশ ও জনসাধারণের সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য। এ ধরনের সচেতনতামূলক বৈঠক নিয়মিত আয়োজনের ওপর গুরুত্বারোপ করা হয়।