হবিগঞ্জ জেলা প্রতিনিধি ফোরকান উদ্দিন রোমান
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৩ নং বহরা ইউনিয়নের কাশিমনগর বাজারে আজ বুধবার (৬ আগস্ট) বাংলাদেশ কৃষি ব্যাংক কাশিমনগর শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
জুলাই পূর্ণ জাগরণ ও তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক কাশিমনগর শাখার প্রিন্সিপাল অফিসার আমিনুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন শাখার কর্মকর্তা কাউসার আহম্মেদ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বৃক্ষরোপণ কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।