
নিউজ ডেস্ক, আমার সকাল ২৪।
২৫ বছর পর ফিরছে জনপ্রিয় পারিবারিক ড্রামা
নতুন বছরেই বলিউডপ্রেমীদের জন্য বড় চমকের ইঙ্গিত দিলেন পরিচালক করণ জোহর। বহুদিন ধরেই শোনা যাচ্ছিল, তিনি একটি আবেগঘন পারিবারিক সিনেমা নির্মাণের পরিকল্পনা করছেন। এবার সেই গুঞ্জন আরও জোরালো হলো—জনপ্রিয় ছবি ‘কাভি খুশি কাভি গাম’-এর সিক্যুয়েল তৈরির প্রস্তুতি নিচ্ছেন তিনি।
পিঙ্কভিলার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ‘রকি অর রানি কি প্রেম কাহানি’-র সাফল্যের পর করণ জোহর আবারও ফিরছেন পারিবারিক ড্রামা ঘরানায়। ধর্ম প্রোডাকশনের ব্যানারে নির্মিত হতে যাওয়া এই ছবিটি ২০২৬ সালের মাঝামাঝি সময়ে প্রি-প্রোডাকশনে যাবে এবং চলতি বছরের শেষের দিকে শুটিং শেষ করার লক্ষ্য রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটিতে থাকবেন দু’জন নায়ক ও দু’জন নায়িকা। খুব শিগগিরই কাস্টিং প্রক্রিয়া শুরু হবে। ছবিটির সম্ভাব্য নাম ‘কাভি খুশি কভি গাম ২’ হলেও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি করণ জোহর বা ধর্ম প্রোডাকশন।
উল্লেখ্য, ২০০১ সালে মুক্তি পাওয়া ‘কাভি খুশি কাভি গাম’ ছিল করণ জোহরের অন্যতম ব্লকবাস্টার সিনেমা, যা আজও দর্শকদের আবেগের সঙ্গে জড়িয়ে আছে। দীর্ঘ ২৫ বছর পর সেই গল্পের পরবর্তী অধ্যায় নিয়ে কাজ শুরু হওয়ার খবরে দর্শকমহলে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।
প্রসঙ্গত, করণ জোহরের পরিচালিত উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে—‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘কাভি আলবিদা না কেহনা’, ‘মাই নেম ইজ খান’, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’, ‘লাস্ট স্টোরিজ’ এবং সর্বশেষ ‘রকি অর রানি কি প্রেম কাহানি’।