
রিপোর্টার: মো. রাকিব, কাউখালি প্রতিনিধি
পিরোজপুরের কাউখালিতে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাউখালি উপজেলার ৪নং চিরাপাড়া শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইমাম সমিতি পিরোজপুর জেলা সেক্রেটারি মাও. মো. জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী যুব বিভাগের কাউখালি উপজেলা সভাপতি মো. রুম্মান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিয়ন আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী মো. আব্দুল আউয়াল।
প্রধান অতিথির বক্তব্যে মাও. মো. জাকির হোসেন বলেন, “শহীদ ওসমান হাদির হত্যার সুষ্ঠু বিচার দ্রুত নিশ্চিত করতে হবে। তার স্ত্রী ও ১০ মাস বয়সী শিশুসহ পরিবার যেন ধৈর্য ধারণ করতে পারে—আমরা আল্লাহর কাছে সেই দোয়া করি।”
অনুষ্ঠান শেষে শহীদ ওসমান হাদির আত্মার মাগফিরাত, তাঁর পরিবারের ধৈর্য ও শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।