
মস্ত মিয়া, বিশেষ প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা পুলিশের পৃথক দুটি অভিযানে মোট ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৫ জানুয়ারি) সকাল ৯টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানটি পরিচালিত হয় কসবা পৌরসভার গুরুহিত থেকে তালতলা গামী বীজনা নদীর ব্রিজের ওপর। এ সময় দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয় এবং তাদের হেফাজত থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অপরদিকে, একইদিন রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে কসবা থানাধীন কায়েমপুর ইউনিয়নের কায়েমপুর পূর্ব উত্তর পাড়া এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন আসামি কৌশলে পালিয়ে যায়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকাভুক্ত করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিদের নাম ও ঠিকানা:
মোঃ ফারুক হোসেন (৫৩)
পিতা: মৃত মোঃ শাজাহান
মাতা: পিয়ারা বেগম
গ্রাম: মেরাশানী
থানা: বিজয়নগর
মোঃ ফয়জুর রহমান ওরফে ফজর আলী (৩৫)
পিতা: মৃত সামছু মিয়া
মাতা: সাজু বেগম
গ্রাম: হাতুরাবাড়ী
থানা: কসবা
উভয়ের জেলা: ব্রাহ্মণবাড়িয়া।
এ ঘটনায় কসবা থানায় পৃথক দুটি মাদক মামলা রুজু করা হয়েছে।