
মস্তু মিয়া, বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার রাউৎখলা সীমান্ত এলাকা থেকে বিশেষ অভিযানে ১৪০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৯০ হাজার টাকা।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) জানিয়েছে, অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান জানান, সীমান্তে অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি নিয়মিতভাবে মাদক চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান চালাচ্ছে এবং ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়রা মনে করছেন, বিজিবির এ ধরনের অভিযান সীমান্ত এলাকায় মাদক চোরাচালান দমন ও নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।