
মস্তু মিয়া, বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আতাউর রহমান সরকার আজ বিকাল ৩:৪৫ মিনিটে কসবা উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর কাজী ইয়াকুব আলী, জেলা যুব ও আইন বিষয়ক কাজী সিরাজুল ইসলাম, দ্বীন ইসলাম ভুইয়া, কসবা উপজেলা আমীর অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, নায়েবে আমীর শিবলী নোমানী, সেক্রেটারি গোলাম সারওয়ার, আখাউড়া উপজেলা আমীর ইকবাল হোসেন ভুইয়া, এনসিপি নেতা তানভির হোসেন শাহীন, আইম্মা পরিষদের সভাপতি পীরজাদা জোবায়ের আহমেদ, আব্দুল কাদের সরকার, শিবির সভাপতি সাইফুল্লাহ আল আরিফ প্রমুখ।