নেত্রকোণা: চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে উম্মে হাবিবা (২৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। ৭ মাস বয়সী একটি কন্যা সন্তান রেখে গেছেন তিনি। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৪ মে) দুপুরে উপজেলা ভূমি অফিস সংলগ্ন জারিয়া-ময়মনসিংহ রেললাইনে।
মৃত উম্মে হাবিবা সাহারা উপজেলার আগিয়া ইউনিয়নের কৈলাটি উত্তরপাড়া গ্রামের শাহজাহান মিয়ার স্ত্রী ছিলেন।
মৃত্যুর আগে ওই নারী চিরকুটে লিখেছিলেন, "বাবা মা ক্ষমা করে দিও আমাকে, জানি ক্ষমার অযোগ্য আমি, আমি পাপী, কলিজার সন্তান রেখে গেলাম, লিখার মতো সময় নেই।"
মরদেহের পাশে পড়ে থাকা আরও একটি চিরকুটে লেখা ছিল, "আত্মহত্যা মহাপাপ, সন্তান রেখে আত্মহত্যা মহাপাপ, এর বাপ আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। শ্বশুরবাড়ির কাউকে দোষারোপ করো না।"
পূর্বধলা রেলওয়ে স্টেশন মাস্টার (অতিরিক্ত দায়িত্ব) জহিরুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে জারিয়া থেকে ময়মনসিংহগামী ২৭৩ নং আপ লোকাল ট্রেনটি পূর্বধলা রেল স্টেশন অতিক্রম করার পর দিগজান নামক স্থানে একজন নারী ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেন আসার আগ মুহূর্ত পর্যন্ত ওই নারী রেললাইনের পাশে বসে মোবাইল ফোনে কথা বলছিলেন। ট্রেনটি কাছাকাছি আসতেই তিনি ট্রেনের ইঞ্জিনের সামনে ঝাঁপিয়ে পড়েন।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে।