কুরবানির ঈদ এসেছে
মনটা সবার ফ্রেশ
ত্যাগের এই বিশেষ দিনে
মনের ময়লা শেষ।
খোদার নামে পশু জবাই
লোক দেখানো নয়
মুমিন ব্যক্তির ইবাদত
আল্লাহর প্রতি ভয়।
প্রিয় পুত্র মায়া ত্যাগ
ইব্রাহিমের কুরবানি
খুশি হয়ে মহান আল্লাহ
দুম্বা দিল আনি।
খোদার প্রেমে মন বাধা তার
করেছে ইসলাম জয়
কুরবানির এই আদেশ প্রিয়
স্বপ্ন যোগে হয়।
মোটা তাজা পশু দেখে
করবো কুরবানি
যে পশুতে মায়া ভরে
ঝরবে চোখে পানি।
নেয় না মহান রক্ত মাংস
দেখে মনের প্রেম
গরীব দুঃখীর ভেদাভেদ ভুলে
বাঁধে প্রীতির ফ্রেম।