
কামরুল ইসলাম, টেকনাফ,প্রতিনিধি
কক্সবাজারে জীববৈচিত্র্য সংরক্ষণ ও পর্যটন শিল্পে নারীর ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় কক্সবাজার শহরের শফিক সেন্টারের ৯ম তলায় ঢাকা ফ্যামিলি হেলথ কেয়ার মিলনায়তনে এই সভা আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা নারী পরিষদের সভাপতি নয়ন সেলিনা এবং সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক ছাবেকুন্নাহার। প্রধান অতিথি ছিলেন সবুজ আন্দোলন কক্সবাজার জেলা কমিটির সভাপতি অধ্যাপক নুরুল আমিন সিকদার ভুট্টো। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইমরান খান।
বক্তারা বলেন, কক্সবাজারের পাহাড়, বন, নদী ও সমুদ্রের জীববৈচিত্র্য রক্ষায় নারীর সক্রিয় অংশগ্রহণ সময়ের দাবি। পর্যটন শিল্পে নারীর নেতৃত্ব ও কর্মসংস্থান বৃদ্ধি স্থানীয় অর্থনীতি আরও সমৃদ্ধ করবে।
অনুষ্ঠানে কক্সবাজার জেলা নারী পরিষদের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভার সমাপ্তিতে সভাপতি নয়ন সেলিনা সকলকে ধন্যবাদ জানিয়ে নারীদের নেতৃত্বে পরিবেশ ও পর্যটন উন্নয়নে অঙ্গীকার ব্যক্ত করেন।