
কক্সবাজার জেলা কমিটিতে জাতীয় সাংবাদিক সংস্থার নতুন নেতৃত্ব নির্বাচনে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। জানা গেছে, পদবী বণ্টনে আর্থিক লেনদেন ও ব্যক্তিগত প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে। আওয়ামী লীগের দোসর আজিজ উল্লাহ আজিজের বিরুদ্ধে পদ কেনাবেচার অভিযোগ এনেছেন একাধিক সদস্য। তবে অভিযুক্তরা অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, সব কিছু সংগঠনের বিধি মোতাবেক গণতান্ত্রিক প্রক্রিয়ায় হয়েছে। এ বিষয়ে কেন্দ্রীয় নেতারা তদন্তের আশ্বাস দিয়েছেন।