![]()
ভোলা প্রতিনিধি: ইমন রহমান
পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (সিবিএ) ভোলা জেলা শাখা ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিতে আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগ বাতিলের দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছে। বুধবার (১২ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের মাধ্যমে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার নিকট স্মারকলিপি হস্তান্তর করা হয়।
সংগঠনের দাবি, গত ১৭ বছরে ওয়েস্ট জোনে কোনো কারিগরি কর্মী নিয়োগ না থাকায় ২১ জেলার বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বহিরাগত ঠিকাদার ও গ্যাটিসের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। এর ফলে গ্রাহক সেবার মান খারাপ হচ্ছে এবং প্রতিষ্ঠানের কারিগরি দক্ষতা কমছে।
স্মারকলিপিতে আরও বলা হয়েছে, আউটসোর্সিং প্রক্রিয়া আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) এর ‘ডিসেন্ট ওয়ার্ক এজেন্ডা’ ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সংগতিপূর্ণ নয়। আউটসোর্সিং কর্মীরা গ্রাহক সেবা বজায় রাখতে ব্যর্থ এবং কর্তৃপক্ষের প্রতি দায়বদ্ধ না থাকার কারণে বিভিন্ন দুর্ঘটনার ঘটনা ঘটেছে।
সংগঠন অবিলম্বে আউটসোর্সিং প্রক্রিয়া বন্ধ করে স্থায়ী শ্রমিক নিয়োগের দাবি জানিয়েছে। স্মারকলিপিতে স্বাক্ষর করেন সভাপতি এসএম সোহাগ হোসেন ও সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহ আল মামুন। এ সময় শ্রমিক দলের সাধারণ সম্পাদক তানবীর হোসেন তালুকদারসহ অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।