
স্টাফ রিপোর্টার : সাজ্জাদ মাহমুদ মনির
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, গৃহায়ন ও গণপূর্ত এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এলজিইডির প্রকল্প ও ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেড (সিসিসিএল) পরিদর্শন করেছেন।
শুক্রবার (০৯ জানুয়ারি) সকালে তিনি “ঘূর্ণিঝড় আম্পান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পুনর্বাসন” প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন হাতক–কাটাখালী (RHD) ভায়া দোয়ারাবাজার সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন করেন। এসময় তিনি প্রকল্প এলাকার বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। তিনি নির্ধারিত সময়ের মধ্যে মানসম্পন্ন কাজ নিশ্চিতের পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতার ওপর জোর দেন।
পরিদর্শন শেষে উপদেষ্টা আদিলুর রহমান খান ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেড কারখানা এবং ওয়েট প্রসেস থেকে ড্রাই প্রসেসে রূপান্তর প্রকল্পও ঘুরে দেখেন। কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়বে এবং জ্বালানি খরচ কমবে। এর ফলে রাষ্ট্রীয় শিল্প প্রতিষ্ঠানগুলো আরও লাভজনক ও টেকসই হবে।”
পরিদর্শনকালে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, এলজিইডি, সিসিসিএল এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।