
বিশেষ প্রতিনিধি: মোঃ আসাদুজ্জামান
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে আজ (৩ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সেখানে যান। তিনি সন্ধ্যা ৭টার কিছু পর হাসপাতালে পৌঁছে তার চিকিৎসা অবস্থার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে জানেন।
এর আগে গত ২১ নভেম্বর ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে খালেদা জিয়া ও প্রধান উপদেষ্টা ড. ইউনূসের মধ্যে কুশল বিনিময় হয়।
খালেদা জিয়া বর্তমানে এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। ২ ডিসেম্বর রাতে তিন বাহিনীর প্রধানরাও তাকে দেখতে যান।
ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল এবং তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। তার উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্য ও চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল আনা হয়েছে।