মোঃ সোলায়মান গনি, উলিপুর উপজেলা প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরনিবাড়ি ইউনিয়নের রুপার খামার এলাকায় গাঙ্গারাম নদীর সেতু দেবে যাওয়ায় দুই ইউনিয়নের হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, সম্প্রতি নদী খনন করার সময় সেতুর সংযোগ সড়কের মাথায় উইংওয়ালের মাটি সরে গিয়ে গভীর গর্ত সৃষ্টি হয়। এর ফলে সেতুর তলদেশ দিয়ে পানি প্রবাহ শুরু হলে সেতুর দুই পাশে মাটি ধসে গিয়ে সেতুর পুরো অংশ দেবে যায়। ফলে রুপার খামার, বাড়াইপাড়া, হাজীপাড়া, জানজায়গীর, মধুপুর দালালীপাড়া, নেললিপাড়া, কামালখামার ও কেততিরপাড়া সহ প্রায় ৩০টি গ্রামের ৪০ হাজার মানুষ চলাচলে সমস্যায় পড়েছেন।
সেতুর ওপর দিয়ে স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরাও প্রতিদিন যাতায়াত করেন। শিক্ষার্থীরা জানিয়েছেন, সেতু দেবে যাওয়ায় বিদ্যালয়ে যাওয়া এখন প্রায় অসম্ভব হয়ে গেছে।
স্থানীয় বাসিন্দা ও রুপার খামার জামে মসজিদের ইমাম আব্দুদ দাইয়ান বলেন, “সেতুর কাছে না থাকলে বাইক পারাপার করা সম্ভব হতো না। শিক্ষার্থী ও পথচারীদের ভোগান্তি কমাতে দ্রুত নতুন সেতু নির্মাণের দাবি জানাই।”
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খন্দকার মো. ফিজানুর রহমান জানিয়েছেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং দ্রুত বিকল্প ব্যবস্থা নেওয়া হবে।