
বিশেষ প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কাতার সরকার এ জন্য একটি রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে সম্মতি দিয়েছে বলে তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন। তিনি জানান, সবকিছু অনুকূল থাকলে আজ মধ্যরাতের পর অথবা আগামীকাল শুক্রবার ভোরে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হতে পারে।
এভারকেয়ার হাসপাতালে তার চিকিৎসায় নিয়োজিত বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড বর্তমান শারীরিক অবস্থা মূল্যায়ন করে তাকে লন্ডনে পাঠানোর সিদ্ধান্ত নিশ্চিত করেছে।
বিএনপির আবেদনের পর কাতারের আমির নিজ উদ্যোগে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন এবং এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে নির্দেশনা দেন।
এদিকে তারেক রহমানের স্ত্রী ও চিকিৎসক ডা. জুবাইদা রহমান লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন। ঢাকায় পৌঁছে তিনি খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যালোচনা করবেন এবং অবস্থা অনুকূল থাকলে তার সঙ্গে লন্ডনে যাবেন।
এরই মধ্যে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল এবং চীন থেকে আসা চারজন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা ব্যবস্থায় যোগ দিয়েছেন। চিকিৎসকদের মতে, গত কয়েক দিন ধরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও তিনি এখনো নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
খালেদা জিয়ার সঙ্গে ১৪ সদস্যের একটি মেডিকেল টিম এবং সফরসঙ্গী দল লন্ডনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে।
গত ২৩ নভেম্বর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হলে ২৭ নভেম্বর হঠাৎ তার অবস্থার অবনতি ঘটে। এরপর থেকেই তিনি এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন আছেন।