ক্রাইম রিপোর্টার | মোঃ শরীফ হোসেন শুভ
রাজধানীর উত্তরায় সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—এইচ এম নোমান রেজা, তানজিল হোসেন ও ফারিয়া আক্তার তমা। গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার আদালতে তাঁদের হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৪ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, মামলা থেকে অব্যাহতি দেওয়ার প্রলোভন দেখিয়ে তিনজনই চাঁদা আদায় করছিলেন। বৃহস্পতিবার রাতে সমন্বয়ক পরিচয় দিয়ে তাঁরা উত্তরার ১৩ নম্বর সেক্টরের ৬ নম্বর সড়কের একটি বাসায় প্রবেশ করেন। সেখানে দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তির কাছে ১০ লাখ টাকা দাবি করেন। চাপে পড়ে ভুক্তভোগী পরিবার সাড়ে ৫ লাখ টাকা পরিশোধ করে। বাকি টাকার জন্য সময় বেঁধে দিয়ে অভিযুক্তরা সরে যান।
পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযুক্তরা এ সময় ভুক্তভোগী পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছিলেন। পরে দেলোয়ার হোসেনের পরিবার উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করে। ঘটনার দিন রাতেই বিমানবন্দর এলাকা থেকে নোমান রেজাকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যে ভিত্তি করে উত্তরার জসীম উদ্দিন এলাকা থেকে অপর দুজনকে আটক করে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মালেক খান জানান, চাঁদাবাজির মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।