
বার্তা সম্পাদক:
আনহাজ হোসাইন হিমেল
ঢাকার আভিজাত্য এলাকা উত্তরা আব্দুল্লাপুর বাসস্ট্যান্ড সংলগ্ন একটি হোটেলে দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ উঠেছে। হোটেল পালকি ইন্টারন্যাশনালের একটি অংশ ভাড়া নিয়ে সেখানে দেহব্যবসা ও মাদক সংশ্লিষ্ট কার্যক্রম চলছে বলে দাবি করছেন স্থানীয়রা।
অভিযোগ সূত্রে জানা যায়, আকবর হোটেলের পঞ্চম তলা ভারা নিয়ে হোটেল পালকি ইন্টারন্যাশনাল (আবাসিক) নিয়মিতভাবে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ফাহিম, জিয়া, মিথুন, রতিন, শাহালম, রবি, পলাশ ও সাজ্জাদ নামের কয়েকজন ব্যক্তি এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
আরও অভিযোগ করা হয়, এ বিষয়ে কেউ প্রতিবাদ করলে বা প্রশ্ন তুললে সংশ্লিষ্টরা ভয়ভীতি ও মারধরের হুমকি দেয়। এমনকি তারা প্রকাশ্যে দাবি করে বেড়ায় যে, থানা ও পুলিশ প্রশাসন তাদের নিয়ন্ত্রণে রয়েছে—যা এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে।
এ বিষয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, দিনের পর দিন এমন পরিস্থিতির কারণে সাধারণ মানুষ মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছে।