স্টাফ রিপোর্টার মোঃ মাসুম বিল্লাহ
পিরোজপুর শহরের সিও অফিস মোড় থেকে রানিপুর মোড় পর্যন্ত রাস্তার পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপদ (সওজ) বিভাগ।
শুক্রবার সকাল থেকে শুরু হওয়া এই অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এবং সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী টি. এম. রাজিমুল আলীম রাজুসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, উচ্ছেদের আগে মাইকিং করে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হলেও তা না মানায় বুলডোজার ব্যবহার করে স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়।
সওজের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ জানান, সার্ভেয়ারের মাধ্যমে সীমানা নির্ধারণ করে লাল দাগ দিয়ে চিহ্নিত করা হয়েছিল। এক সপ্তাহ আগে সতর্ক করা হয় এবং এর আগেও শহরের বিভিন্ন স্থানে দুইবার উচ্ছেদ অভিযান চালানো হয়েছিল। ভবিষ্যতে আবারও অবৈধ স্থাপনা গড়ে উঠলে জরিমানা ও উচ্ছেদ—দুটোই করা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।