
টেকনাফ,প্রতিনিধি: কামরুল ইসলাম
টেকনাফ প্রতিনিধি জানায়, ২১ নভেম্বর ২০২৫, সকালে উখিয়ার হোয়াইক্যং চেকপোস্টে ৬৪ ব্যাটালিয়ন বিজিবি একটি নিয়মিত তল্লাশী অভিযান চালায়।
তল্লাশীর সময় হ্নীলা থেকে কক্সবাজারগামী “পূরবী” নামের যাত্রীবাহী বাস থেকে ৬০,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মাদক বহনের অভিযোগে আটক করা হয়েছে মাহমুদুল আমিন (২৭), টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালি এলাকার বাসিন্দা। বিজিবির প্রশিক্ষিত কুকুর ‘রকি’ তল্লাশীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান, উদ্ধারকৃত ইয়াবা এবং আটক যুবককে সংশ্লিষ্ট আইনী প্রক্রিয়া অনুযায়ী থানায় হস্তান্তর করা হবে।
বিজিবি এ অভিযানকে মাদক বিরোধী কঠোর অবস্থানের সফল উদাহরণ হিসেবে উল্লেখ করেছে।