
টেকনাফ (প্রতিনিধি: মহম্মদ কামরুল ইসলাম) – কক্সবাজারের টেকনাফে বিশেষ মাদকবিরোধী অভিযানে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) ৫০,০০০ পিস ইয়াবা সহ ২ জন মাদক কারবারীকে আটক করেছে। এই ইয়াবার আনুমানিক মূল্য এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা।
বিজিবি জানায়, মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সীমান্ত এলাকা ক্যারেঙ্গাঘোনায় বিশেষ টহল অভিযান চালিয়ে মায়ানমার থেকে আসা সন্দেহভাজন চারজনের মধ্যে মোঃ আক্তার (২৪) ও মোঃ সিফাত (২০)-কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে বায়ুরোধী পলিথিনে মোড়ানো ৫০,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন। তিনি আরও জানান, সীমান্ত পাহারা ও চোরাচালান দমন কার্যক্রম অব্যাহত থাকবে।