
ইসির প্রতীকের তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’
আমার সকাল ২৪ নিউজ ডেক্স
নির্বাচন কমিশন (ইসি) বৃহস্পতিবার (৩০ অক্টোবর) গেজেট প্রকাশ করে প্রতীকের তালিকা সংশোধন করে ‘শাপলা কলি’ প্রতীকটি যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। গেজেটে সই করেছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
গেজেট অনুযায়ী, ‘নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’-এর আলোকে তফসিলভুক্ত প্রতীকের তালিকায় ১০২ নম্বরে ‘শাপলা কলি’ প্রতীক যুক্ত করা হয়েছে। এ ছাড়া আরও দুটি নতুন প্রতীকও তালিকায় যুক্ত হয়েছে। এখন মোট ১১৯টি প্রতীক রয়েছে, যার মধ্যে ৫৩টি নিবন্ধিত দলের জন্য সংরক্ষিত এবং বাকিগুলো নতুন নিবন্ধনপ্রাপ্ত দল বা স্বতন্ত্র প্রার্থীদের জন্য রাখা হয়েছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গত জুনে নিবন্ধনের সময় শাপলার পাশাপাশি কলম ও মোবাইল ফোন প্রতীক চেয়েছিল। পরে দলটি কেবল ‘শাপলা’ প্রতীকেই জোর দেয়। এর আগে কয়েক মাস ধরে প্রতীক নিয়ে ইসির সঙ্গে এনসিপির টানাপোড়েন চলছিল। গত ৭ অক্টোবর এনসিপি কমিশনকে শাপলার সাতটি নমুনাচিত্র পাঠায়, তবে তা আমলে নেয়নি ইসি। কমিশনের নির্দেশ ছিল, বিধিমালার তালিকা থেকে একটি প্রতীক বেছে নিতে হবে।
গত ১৯ অক্টোবর প্রতীক পছন্দের শেষ দিন হলেও এনসিপি শুধু শাপলা ছাড়া অন্য কোনো প্রতীক নেবে না বলে জানিয়েছিল। অবশেষে আজ ইসি ‘শাপলা কলি’ প্রতীকটি তালিকায় অন্তর্ভুক্ত করেছে।
এর আগে, জুলাইয়ে কমিশন ৪৬টি নতুন প্রতীক যুক্ত করে মোট ১১৫টি প্রতীক ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছিল। তবে শাপলা না থাকায় এনসিপি কঠোর অবস্থান নেয়। অন্যদিকে, মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্যও শাপলা প্রতীক চেয়েছিল, কিন্তু তার আবেদনও বাতিল করা হয়।