
বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বেতাগী উপজেলা শাখার বার্ষিক সম্মেলন–২০২৬ অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে সংগঠনের আদর্শ, লক্ষ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পর্যালোচনার পর সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এইচ. এম. আতিকুর রহমান, সহ-সভাপতি হিসেবে হাফেজ সিয়ামুল ইসলাম, এবং সাধারণ সম্পাদক হিসেবে এম. আবু ত্বালহা।
সম্মেলনে উপস্থিত বক্তারা বলেন, ইসলামী ছাত্র আন্দোলন একটি আদর্শবাদী ও নৈতিক শিক্ষাভিত্তিক সংগঠন। আগামী দিনে ইসলামী মূল্যবোধে শিক্ষার্থীদের গড়ে তুলতে এবং সমাজ সংস্কারে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের প্রতি অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন এবং বেতাগী উপজেলায় ইসলামী ছাত্র আন্দোলনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ঘোষণা করেন।
সম্মেলন শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।