![]()
আশরাফুদ্দীন আল আজাদ, বিশেষ প্রতিনিধি
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, “৫৪ বছর পর ইসলামকে রাষ্ট্র পরিচালনায় নেওয়ার এক বড় সুযোগ এসেছে। এই সুযোগ আমরা কাজে লাগাতে না পারলে আগামী প্রজন্ম ধিক্কার দেবে।”
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) চরমোনাই অগ্রহায়ণ মাহফিলের দ্বিতীয় দিনের উলামা–মাশায়েখ ও দ্বীনদার বুদ্ধিজীবী সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “আমি কোথাও প্রার্থী হইনি, তাই মন্ত্রী হওয়ার প্রশ্নই ওঠে না। তারপরও আমাদের লক্ষ্য—দেশকে একটি ভালো অবস্থায় নেওয়া। যারা আগে ক্ষমতায় গিয়ে দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে, তারা আবার ক্ষমতায় আসতে চায়। কিন্তু মানুষ নতুন শাড়িতে পুরোনো বউ দেখতে চায় না—আগামীর নির্বাচনে পরিবর্তন আসবেই।”
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী’র ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালেদ হোসাইন। তিনি বলেন,
“ধর্ম অবমাননা করলে কাউকে ছাড় দেওয়া হবে না। দ্রুত আইনের আওতায় আনা হবে। কেউ আইন হাতে তুলে নেবেন না—উলামাদের ব্যাখ্যাই ধর্মের বিষয়ে চূড়ান্ত কথা।”
সমাবেশে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব হাফেজ মাওলানা ইউনুস আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সম্মেলনে জাতীয় উলামা–মাশায়েখ আইম্মা পরিষদের নতুন সভাপতি হিসেবে দেশের শীর্ষ আলেম মুফতি মিজানুর রহমান সাঈদের নাম ঘোষণা করা হয়।