মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করেছেন যে ইরান শিগগিরই ইসরায়েলে হামলা চালাতে পারে। সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেট ভবনে ইসরাইলি হামলার প্রতিশোধ হিসেবে এই হামলা হতে পারে বলে মনে করা হচ্ছে।
বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেন বলেছেন, "আমি হামলা নিয়ে নিশ্চিত তথ্য পেতে চাই না। তবে ধারণা করছি, শিগগিরই এ হামলা চালানো হবে।"
বাইডেন আরও বলেছেন, "আমরা ইসরাইলকে রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই রাষ্ট্রটির প্রতি সবসময় আমাদের সমর্থন থাকবে। ইসরাইলকে রক্ষা করতে আমরা অবশ্যই সহযোগিতা করব এবং ইরান সফল হতে পারবে না।"
আরও পড়ুন, ১২০ টাকায় পুলিশে চাকরি!
এদিকে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্ভাব্য হামলা মোকাবিলায় শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন। বৈঠকে ইরানের সম্ভাব্য হামলার বিষয়ে আলোচনা হলেও সিদ্ধান্ত কি নিয়েছেন সে বিষয়ে কিছুই জানা যায়নি। তবে, যেকোনো হামলা মোকাবিলায় নেতানিয়াহু বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানানো হয়।
উল্লেখ্য, গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরাইলি বিমান হামলায় সিরিয়া ও লেবাননে ইরানের সেনাবাহিনীর এলিট ফোর্স আইআরজিসির দুই শীর্ষ কমান্ডারসহ অন্তত ১১ জন কর্মকর্তা নিহত হন। এরপর থেকে ইরানের শীর্ষ সামরিক ও সরকারি কর্মকর্তারা বারবার প্রতিশোধের হুঁশিয়ারি দিয়ে আসছেন।