মোঃ শাকিল আহমাদ
জেলা প্রতিনিধি, রাজশাহী
রাজশাহীতে নিজের মেয়েকে ইভটিজিংয়ের হাত থেকে রক্ষা করতে গিয়ে প্রাণ গেল এক বাবার। মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় নির্মমভাবে খুন হতে হলো আকরাম আলী (৪৫) নামের এই বাবাকে।
এই হৃদয়বিদারক ঘটনার প্রধান অভিযুক্তসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। শনিবার (১৯ এপ্রিল) সকালে রাজশাহী র্যাব-৫ এর প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহী নগরীর তলায়মারী শহীদ মিনার এলাকায় বসবাস করতেন আকরাম আলী। সম্প্রতি তার কিশোরী মেয়েকে বেশ কয়েকদিন ধরে স্থানীয় একটি চক্র ইভটিজিং করে আসছিল। এর প্রতিবাদ করতে গিয়ে স্থানীয় সন্ত্রাসীদের রোষানলে পড়েন তিনি। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
র্যাব-৫ এর অভিযানে গ্রেপ্তার হওয়া দুই আসামি হলেন—
নান্টু মিয়া (২৮), পিতা: কালু মিয়া, ঠিকানা: শহীদ মিনার এলাকা, তলায়মারী, রাজশাহী। তিনিই এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও প্রধান আসামি।
খোকন মিয়া (২৮), পিতা: মৃত আব্দুস সাত্তার, একই এলাকার বাসিন্দা। মামলার ৩ নম্বর আসামি হিসেবে অভিযুক্ত।
র্যাব জানায়, ঘটনার পর আসামিরা গোপনে পালিয়ে যান। তারা প্রথমে একটি ভ্যানে করে নওগাঁ জেলার উদ্দেশ্যে রওনা দেয় এবং ভ্যানচালকের বাড়ির পাশে একটি পরিত্যক্ত বাড়িতে রাত কাটায়।
সংবাদ সম্মেলনে র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে নওগাঁ সদর উপজেলার রামরায়পুরের আড়আরাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানকালে তারা পালানোর চেষ্টা করলেও র্যাব সদস্যদের তৎপরতায় তা সম্ভব হয়নি।”
তিনি আরও জানান, “গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। শনিবার সকালে গ্রেপ্তারকৃতদের রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি মামলার অন্যান্য আসামিদের ধরতে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।”
এই ঘটনায় রাজশাহী শহরসহ পুরো এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এলাকাবাসীর দাবি, অপরাধীদের সর্বোচ্চ শাস্তির মাধ্যমে উদাহরণ তৈরি করা হোক, যেন ভবিষ্যতে কেউ এ ধরনের ঘৃণ্য ঘটনার সাহস না পায়।
আরও আপডেটের জন্য চোখ রাখুন: আমার সকাল ২৪
সংবাদ পাঠাতে বা মতামত জানাতে: [email protected]