ইউরোপের অন্যতম দেশ ইতালিতে বিদেশি কর্মীর চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। চলতি বছর ১ লাখ ৫১ হাজার শ্রমিক নেওয়ার ঘোষণা দিয়েছে ইতালি সরকার। এরই মধ্যে প্রায় সাত লাখ আবেদনপত্র জমা পড়েছে, যার মধ্যে এক লাখের বেশি আবেদনকারী বাংলাদেশি।
কর্মী চাহিদা ও আবেদনের ঝড়
ইতালির কৃষি ও শিল্প ক্ষেত্রে প্রতি বছর লাখো শ্রমিকের প্রয়োজন হয়। ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে সাড়ে চার লাখ শ্রমিক নেয়ার পরিকল্পনা রয়েছে দেশটির। এই লক্ষ্যমাত্রা পূরণে গত ১৮, ২১ এবং ২৫ মার্চ তিন ক্যাটাগরিতে আবেদন গ্রহণ শুরু হয়েছিল।
আরও পড়ুন, ১২০ টাকায় পুলিশে চাকরি!
বাংলাদেশিদের আগ্রহ
আশার বিষয় হলো, এবারও ইতালিতে কাজের জন্য আবেদনকারীদের মধ্যে বাংলাদেশিরা অনেক এগিয়ে। ইতিমধ্যে এক লাখের বেশি বাংলাদেশি আবেদন জমা দিয়েছেন।
স্পন্সর ভিসা: আগে আসলে আগে পাবেন
ইমিগ্রেশন বিশেষজ্ঞদের মতে, স্পন্সর ভিসার জন্য যারা আগে আবেদন করেছেন, তাদের ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি।
মালিকের অর্থনৈতিক সক্ষমতা গুরুত্বপূর্ণ
মালিক ও নিয়োগকর্তার কোম্পানির যদি অর্থনৈতিক সক্ষমতা ভালো থাকে, তবে কিছুটা বিলম্বে আবেদন করলেও স্পন্সর ভিসা পাওয়ার সুযোগ রয়েছে।
আশার আলো
এই তথ্য থেকে বলা যায়, ইতালিতে কাজের সুযোগ অনেক। আগে আবেদন করা এবং নিয়োগকর্তার অর্থনৈতিক সক্ষমতার উপর নির্ভর করে স্পন্সর ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি।